HCMC Metro 2024
হো চি মিন সিটির স্বপ্ন মেট্রোরেল
দীর্ঘ ১২বছর অপেক্ষার পর হোচিমিন সিটির মানুষের স্বপ্নের মেট্রোরেল ২০২৪ সালের ২২ ডিসেম্বর চালু হলো। নানা রকম কারণে যেমন কোভিড, আর্থিক সীমাবদ্ধতা এই মেট্রোরেলের কাজ ধীরগতিতে চলছিল। এ শহরে প্রায় ৯ মিলিয়ন মানুষের বসবাস প্রত্যেকে চলাচলের জন্য স্কুটি অথবা বাস ব্যবহার করে থাকে। শহরে মেট্রোরেল চালু হওয়াতে যানজট কমবে এবং সময় বাঁচবে।
২৪ ডিসেম্বর সিটির অন্যান্য মানুষের সাথে আমরা এর আনন্দ উপভোগ করতে বের হয়েছিলাম। স্টেশনগুলোতে প্রচুর ভীর সকলেই মেট্রোরেল দেখতে এসেছে, শিশু বৃদ্ধ সবার চোখে মুখে আনন্দ হাসি খুশি, যেন স্বপ্ন হাতে পেয়েছে । অনেক ভীর তবুও সবার হাসিমুখে এমন ধাক্কাধাক্কি আমি আগে কখনো দেখিনি!
খুবই আশ্চর্যের বিষয় যে উদ্বোধনের প্রথম দিন থেকে এক মাস পর্যন্ত ভিয়েতনাম সরকার সকল ভ্রমণার্থীর জন্য টিকিট ফ্রি করে দিয়েছে। পরবর্তীতে বয়স্ক ও অক্ষম মানুষদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগ থাকবে এবং ই পেমেন্ট ব্যবহারকারীরা ও ছাত্ররা ছাড় পাবে। স্টেশনের অন্যান্য অংশ চলাচলের যে জায়গাগুলো, ট্রেন, সবকিছুই পরিচ্ছন্ন গোছানো।টিকিট কাউন্টার এমনকি টয়লেট গুলো অনেক আধুনিকভাবে তৈরি করেছে। পরবর্তীতে ট্রেনে চলাচলের জন্য কার্ড করতে হলে তার জন্য বুথ করা হয়েছে। প্রতিদিন সকাল ৫ টা থেকে রাত দশটা পর্যন্ত ট্রেন চলবে।
আমরা আনফু স্টেশন থেকে বিন্থান স্টেশনে রওনা দিলাম মার্কেটে গিয়ে আমরা কফি খেয়ে আবারো ফিরে আসলাম বিন্থান মার্কেট অনেক পুরনো ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ, তাই এখানে মোট ছয়টা প্রবেশ পথ তৈরি করা হয়েছে। ফিরতে ফিরতে রাত দশটা, তবু মানুষের বিপুল ভীর আমরা সাড়ে দশটায় ট্রেনে উঠতে পারলাম। শহরের নাগরিকদের জন্য কিছুটা ছাড় মনে হয় ভিয়েতনাম সরকারের দিয়ে রেখেছে।
এ এক ব্যতিক্রম অভিজ্ঞতা খুব দ্রুতই আমরা গন্তব্যে পৌঁছালাম । যেহেতু এটা একটা বাইকের শহর তাই প্রত্যেক স্টেশনে বাইক ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ছোট ছোট শিশুদের হাসি মুখ গুলো দেখতে দেখতে আমাদের যাত্রা শেষ হলো।
বাংলাদেশের মেট্রোরেলে ওঠা হয়ে ওঠেনি, এই আফসোস তো রয়েছে, তবে সিঙ্গাপুরের মেট্রোরেল যেগুলো আসলে পুরোটাই পাতালে, এটা দেখার সুযোগ হয়েছিল কিছুদিন আগে। সেটা এক অন্য অভিজ্ঞতা সে নিয়ে লিখব আরেকদিন…
#vieatnam#hochiminhcity#MetroRail#hoichiminhcitymetrorail
