joba_new_logo

Connect With Joba

 ভিয়েতনামের অনুভূতি 

অনেকেই প্রশ্ন করেছেন, ভিয়েতনামে এসে আমার অনুভূতি কেমন? কেমন লাগছে?
খুব অল্প সময় হল এসেছি, তাই অনুভূতি ঠিক বলে প্রকাশ করা যাবে না, আবার ভালো-মন্দ এখনো ঠিক বুঝে উঠতে পারিনি, তবে ঠিক এই মুহূর্তের অনুভূতি আমি সবার সাথে শেয়ার করতে চাই…
প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিকোণ আলাদা আলাদা। আমাৱ ক্ষেত্ৰেও ভিন্ন হতে পাৱে। এখানে একটি বিষয় অনেক বেশি খেয়াল করছি এবং আমার মধ্যে একটা ভালো লাগা তৈরি করেছে, অনুপ্রাণিত হয়েছি বলা যেতে পারে। এদেশের নারীদের দেখে একটা চমৎকাৱ অনুভূতি তৈরি হয়েছে এবং তাদের কাজকর্ম দেখে সত্যিই আমি অভিভূত। এ দেশের নারীরা কর্মঠ,পরিশ্রমী, স্বাবলম্বী সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তাৱা স্বাধীন। ভিয়েতনামের নারীরা সৰ্বক্ষেত্র জুড়েই আছে, সবখানে কাজ করছে। ছোট, বড়, বৃদ্ধ সবাই কাজের মধ্যে আছে এবং তারা তাদের জীবনকে উপভোগ করছে। এমন নয় যে তাদেরকে জোর করে করানো হচ্ছে! তাদের কাজে ডেডিকেশন রয়েছে। একটা জিনিস অনেক ভালো লেগেছে এখানে নারীদের পোশাকে কোন বাইন্ডিং নেই, আমাদের দেশে যেমন বিভিন্ন বয়সের নারীরা বিভিন্ন পোশাক পরে।এখানে সব বয়সী নারী সব রকমের পোশাক পরতে পাৱে।
আমাদের দেশে আমরা জন্মানোর পরে ভাবি, কেন নারী হয়ে জন্মালাম??? সমাজ অথবা বিধাতার উপরে আমরা অনেক ক্ষুব্ধ থাকি। কিন্তু ভিয়েতনামি নারীদের মনে হয় এই আক্ষেপ নেই।💞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *