একটা দুঃস্বপ্ন ও চাঁদ
ঘুমিয়েছি ঘন্টাখানেক হলো, ভয়ঙ্কৱ এক দুঃস্বপ্ন। গলা ফাটিয়ে চিৎকাৱ করছি, কিন্তু গলা দিয়ে শব্দ বেৱ হচ্ছে না। শৱীফেৱ ডাকে ঘুম ভাঙলো, পানি খেয়ে গলা ভিজালাম। হৃদকম্পন কিছুটা স্বাভাবিক হলো, চোখ কঁচলে নিজেকে একটা আলোময় ঘরে আবিস্কাৱ কৱলাম, ঘড়িতে বাজে চাৱটা, পৰ্দা নামানো ছিলো তাই আলোৱ উৎস খুজতে বাৱান্দায় গেলাম..অপূৰ্ব এই দৃশ্য দেখে মুগ্ধ হলাম, মন হালকা হলো..প্ৰকৃতি কতো সুন্দৱ! অন্ধকার ৱাতে চাঁদের আলো.. আহা!! দুঃস্বপ্ন না দেখলে এমন মুহূর্ত হয়তো দেখা হতোনা!
স্বপ্ন-দুঃস্বপ্ন, চাঁদের আলো-অন্ধকাৱ ৱাত অথবা সাদা-কালোৱ খুব পাশাপাশি অবস্থান, একটাকে বাদ দিয়ে আরেকটা কি ভাবা যায়?
