joba_new_logo

Connect With Joba

জীবন যেখানে যেমন

কেন যেন আমার ভাগ্যটাই এমন! এক বাড়িতে খুব বেশিদিন থাকা হয় না, বিভিন্ন কারণে বাসা বদল করতে হয়, প্রতিবারই ভীষণ কষ্ট হয় নতুন করে বাড়ি ভেঙে আবাৱ গোছানো… পুৱোনো এলাকা,মানুষগুলোকে ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হয়, মাঝে মাঝেই এই কষ্ট অনেক বেশি হয়, যেটা সামাল দিতে পারি না…এবার তো দেশ বদল করতে হলো,তবে এখানেও একই ঝামেলা,এখানে আসার পর দুটো বাড়ি অলরেডি বদল করে ফেলেছি। তবে এই বাড়ি ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, প্রিয় একটা বাড়ি ছিল,যেখানে চাইলেই তারা দেখা যেতো, চাঁদ দেখা যেতো, আকাশে মেঘের সাথে কথা বলা যেতো …মেঘের কত রং!প্রতিদিনই নতুন নতুন রূপে মেঘগুলো ধরা দিতো … ছাদে বুলবুলিদের কল কাকলি , বিভিন্ন রকম সুবাসিত ফুল, নানা রঙের মেঘেদের উড়ে যাওয়া, ছোট ছোট পাখিদের চঞ্চল ওড়াউড়ি, মিষ্টি রৌদ্র, দূরে নদী নৌকা আর চারপাশে আলোক উজ্জ্বল ইমারত , নদীর পাশে দূরে ঘন জঙ্গল এখান থেকে দেখা যেত। জোড়া গাছ দুটো একই রকম তবুও মুগ্ধ করত। এইখানে বারান্দায় দাঁড়িয়ে আমি বৃষ্টি দেখতাম, ছবি আঁকতাম,আর রোদ পোহাতাম। এ মায়া ছেড়ে যেতে হবে, কত সুখ দুঃখ হাসি কান্না অভিজ্ঞতা মিশে আছে এই বাড়ির সাথে, তবুও যেতে হবে। তবে প্রতিবারই নতুন নতুন প্রতিবেশী পাই, ভীষণ ভালো সবাই, তাদের সাথে আমার যোগাযোগ থাকে …

One comment

Leave a Reply to A WordPress CommenterCancel Reply

Your email address will not be published. Required fields are marked *